• Achievement & Honorable Guest

    Achievement & Honorable Guest

  • NSC Sports & Cultural Function

    NSC Sports & Cultural Function

  • Education Tour

    Education Tour

  • Admission Going On

    Admission Going On

  • Team Nilachal School & College

    Team Nilachal School & College

Message Corner
  • আব্দুল্লাহ আল মামুন

    আব্দুল্লাহ আল মামুন

    চেয়ারম্যান

  • Abdullah Al Mamun

    Abdullah Al Mamun

    Principal

  • Md. Monoar Hossain

    Md. Monoar Hossain

    In-charge

Welcome to Nilachal School & College

আসসালামু আলাইকুম, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নীলাচল গ্রুপ সুনামের সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাযক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। নীলাচল গ্রুপ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার ব্যপক প্রসারে নীলাচল স্কুল এন্ড কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠালগ্ন থেকে সকল পাবলিক পরীক্ষায় ১০০% পাশ সহ বাড্ডা থানায় উল্লেখযোগ্য অবস্থান অজনকারী প্রতিষ্ঠান হিসেবে ভিন্ন ছোঁয়ায় আধুনিক শিক্ষায় বতমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষাথীর সুপ্ত প্রতিভা গঠনমূলক ভাবে বিকশিত করার জন্য ও শিক্ষাথীদেরকে প্রযুক্তিগত ও নৈতিক শিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে নিঃসন্দেহে নীলাচল স্কুল এন্ড কলেজ প্রশংসনীয় ভূমিকা পালন করছে ও করবে, ইনশাআল্লাহ্। এ জন্য সকলের সুপরামশ, সহযোগিতা ও্ দোয়া কামনা করছি। 

Read More
Why Should you Choose Nilachal School & College ?

* সকল পাবলিক পরীক্ষায় ১০০% পাশ ও বাড্ডা থানায় উল্লেখযোগ্য অবস্থান অজনকারী প্রতিষ্ঠান। 

* আধুনিক ও সৃজনশীল পদ্ধতিতে মাতৃস্নেহে শিক্ষাদান। 

* বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা ব্যবস্থা ও তথ্য প্রযুক্তির ব্যবহার। 

* ধমীয়, নৈতিক শিক্ষা ও উন্নত চরিত্র গঠনে বিশেষ গুরুত্বারোপ।

* মনোরম ও নিরাপদ পরিবেশে পাঠদান এবং উপস্থিতির উপর বিশেষ গুরুত্বারোপ। 

* শিক্ষাথীদের জন্য প্রত্যেক মাসে মেডিকেল চেক-আপ ও প্রাথমিক চিকিৎসার সু-ব্যবস্থা।

* সপ্তাহে ৫দিন ক্লাস ও ১দিন সাপ্তাহিক পরীক্ষা। 

* শিক্ষাথী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা। 

* মেধার ভিত্তিতে বৃত্তি ও পুরস্কার প্রদান। ক্লাসের পড়া ক্লাসে আদায়ের ব্যবস্থা।

* শিক্ষাথীদের জন্য স্পোকেন ইংলিশ ক্লাস ও ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা। 

* ৫ম, ৮ম ও ১০ম শ্রেণিতে সমাপনী পরীক্ষার জন্য বিশেষ কোচিং এর ব্যবস্থা। 

* প্রত্যেক শাখায় ১৮ জন শিক্ষাথীর আসন বিন্যাস।

* শ্রেণিকক্ষে হোয়াইট বোড এর ব্যবহার। 

* গাইড শিক্ষকের তত্ত্বাবধানে হোম ভিজিটের মাধ্যমে শিক্ষাথীদের পড়ালেখা নিশ্চিত করা।

* শিক্ষাথীর অনুপস্থিতি ও অন্যান্য জরুরি নোটিশ এস এম এস ও সরাসরি যোগাযোগ এর মাধ্যমে অভিভাবককে জানানো। 

* দূবল ও অমনযোগী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা। 

* স্কুল ম্যানেজমেন্ট সফ্টওয়্যার  এর মাধ্যমে বিদ্যালয়ের যাবতীয় নোটিশ, সিলেবাস, রুটিন ও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। 

* সুনিদিষ্ট বাষিক পাঠ ও পরিকল্পনা অনুযায়ী শিক্ষা কাযক্রম।

* বাৎসরিক শিক্ষা সফর ও বনভোজন। সাপ্তাহিক ও মাসিক ক্রীড়া প্রতিযোগিতা এর ব্যবস্থা। 

* শিক্ষাথীদের যাতায়াতের জন্য স্কুল ভ্যানের সু-ব্যবস্থা আছে। 

Our Teachers